সেনাবাহিনীর পক্ষ হতে ঈদ উপহার পেল অসহায়রা
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির পার্বত্য জেলার মানিকছড়িতে অসহায়-হতদরিদ্র ও অস্বচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়ন আওতাধীন সিন্দুকছড়ি জোন।
শনিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৯টায় মানিকছড়ি ইংলিশ স্কুল মাঠে সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।
এ সময় মানিকছড়ি ক্যাম্প কমান্ডার মেজর আসাদুজ্জামান খন্দকার, ইউপি সদস্য মোঃ আসাদুল ইসলামসহ বিভিন্ন পদস্থ সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় জোন অধিনায়ক সৈয়দ পারভেজ মোস্তফা বলেন, পার্বত্যঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী এ অঞ্চলের মানুষের শিক্ষা, স্বাস্থ্য ও আর্থিক সহায়তাসহ বিভিন্ন জনকল্যাণ মূলক কার্যক্রমের অংশ হিসেবে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আগামীতেও এ ধারা অব্যহত থাকবে।