চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নিহত বাংলাদেশির মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ - Southeast Asia Journal

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নিহত বাংলাদেশির মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নিহত বাংলাদেশির মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি সাইফুল ইসলামের (৩২) মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে রোকনপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ হস্তান্তর করা হয়।

১৬ বিজিবি ব্যাটালিয়নের রোকনপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার আজাদ রহমান জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে রোকনপুর সীমান্তে বিজিবি ও বিএসএফর মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সাইফুল ইসলামের মরদেহ হস্তান্তর করে বিএসএফ। এ সময় ২ দেশের পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ বলেন, বিএসএফ ফেরত দেওয়ার পর রাত সাড়ে ৯টার দিকে মরদেহ পরিবারের কাছে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার রাতে সাইফুল ইসলামসহ কয়েকজন গরু আনার জন্য রোকনপুর সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করে। এ সময় ভারতের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ করে গুলি ছুঁড়ে। এতে সাইফুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। পরে বিএসএফ সদস্যরা তার মৃতদেহ নিয়ে যায়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।