বান্দরবানে ভংয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল দোকান-ঘর, অল্পে রক্ষা পেল ব্যাংক

বান্দরবানে ভংয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল দোকান-ঘর, অল্পে রক্ষা পেল ব্যাংক

বান্দরবানে ভংয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল দোকান-ঘর, অল্পে রক্ষা পেল ব্যাংক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানে অগ্নিকাণ্ডে পুড়েছে দোকান ও বসতঘর। এ সময় ফায়ার সার্ভিসের চেষ্টায় অল্পের জন্য রক্ষা পেল কয়েকটি ব্যাংক-বিমা। রোববার রাতে ৯টা এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বান্দরবান পৌরসভার চেয়ারম্যানপাড়া এলাকায় মুদি দোকানের পেছন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে। এতে পুড়ে গেছে দোকান ও বসতঘর। এ ছাড়া পাশের দুটি ভবনের কাঁচের গ্লাস ও জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ফায়ার সার্ভিসের চেষ্টায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন কয়েকটি ব্যাংক-বিমা ও ব্যবসাপ্রতিষ্ঠান।

বিষয়টি নিশ্চিত করে বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. মুৎসুদ্দিন বলেন, আগুনের ভয়াবহতা খু্বই মারাত্মক ছিল। পশে পুকুর থাকায় অল্প ক্ষয়ক্ষতির মধ্যে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।