রিমান্ড শেষে কেএনএফের ১৬ নারী সদস্য কারাগারে

রিমান্ড শেষে কেএনএফের ১৬ নারী সদস্য কারাগারে

রিমান্ড শেষে কেএনএফের ১৬ নারী সদস্য কারাগারে
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের রুমা উপজেলায় সোনালী ব্যাংক ডাকাতি, ম্যানেজারকে অপহরণের মামলায় গ্রেপ্ফতার হওয়া কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ১৬ নারী সদস্যকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার (৩ মে) বান্দরবান সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (আমলি আদালত) এর বিচারক মোহাম্মদ নাজমুল হোছাইনের আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিরা হলেন, শিউলি বম, মেলরী বম, লাল নু এং বম, আলমন বম, জিংরেম ঙাক বম, লাল নুন জির বম, টিনা বম, লাল নুন কিম বম, পারঠা জোয়াল বম, লাল ত্লানহ কিম বম, নেমপেল বম, লালসিংপার বম, ভানরিম কিল বম, লেরী বম, জিংরু এং বম এবং ঙানইন কিম বম।

বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট পুলিশের উপ পরিদর্শক (এসআই) প্রিয়েল পালিত জানান, বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি শেষে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী জানান, দুই দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার ৩ মে দুপুরে ওই ১৬ জনকে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ নাজমুল হোছাইনের এজলাসে তোলা হয়।

মামলার রেকর্ড অনুযায়ী, গত ৮ এপ্রিল সেনাবাহিনীর সদস্যরা রুমা উপজেলার বেথেলপাড়া থেকে ১৮ নারীসহ ৪৯ জনকে গ্রেপ্তার করে। গত ১৮ এপ্রিল পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসামিদের প্রত্যেককে ২ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের আবেদন মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ২ এপ্রিল বান্দরবানের রুমা সোনালী ব্যাংক ডাকাতি, ম্যানেজারকে অপহরণ, মসজিদে হামলা ও পুলিশের অস্ত্র লুটের ঘটনায় রুমা থানায় ৫টি মামলা দায়ের করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।