প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব আশরাফ উদ্দিন

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব আশরাফ উদ্দিন

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব আশরাফ উদ্দিন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) রেক্টর (সচিব) মো. আশরাফ উদ্দিন।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

উপসচিব মো. আলমগীর কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ৩০ মে থেকে এই আদেশ কার্যকর হবে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. হাসিবুল আলমের চাকরির মেয়াদ আগামী ৩০ মে শেষ হচ্ছে। ফলে অবসর গ্রহণের পর তারই স্থলাভিষিক্ত হবেন মো. আশরাফ উদ্দিন।

এদিকে পৃথক প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহমুদ খানকে সচিব হিসেবে পদন্নোতি দিয়ে বিপিএটিসির রেক্টর করা হয়েছে। ৩০ মে থেকে এই আদেশ কার্যকর হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।