রাঙামাটির জুরাছড়িতে অসহায়দের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ দিল সেনাবাহিনী
![]()
নিউজ ডেস্ক
রাঙ্গামাটি জেলার আওতাধীন জুরাছড়ি জোন কর্তৃক নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় আভিযানিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি বিভিন্ন ধরণের সামাজিক উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করা হয়ে থাকে।
এরই ধারাবাহিকতায় গতকাল ৩১ মে তারিখে জুরাছড়ি জোন কর্তৃক নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকার ৭২ জন অসহায় পাহাড়ি ব্যক্তিবর্গের মাঝে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।
উক্ত চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমটি দিনব্যাপি পরিচালনা করা হয়।
এখানে উল্লেখ্য যে, এ চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে রাঙ্গামাটি সিএমএইচ এর দক্ষ ডাক্তারের সহায়তায় দিনব্যাপি চিকিৎসা সেবা পরিচালনা জুরাছড়ি জোন।
এতে করে স্থানীয় জনসাধারণ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করে সেনাবাহিনীর প্রতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করে।
ভবিষ্যতে জুরাছড়ি জোন কর্তৃক সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।