রাঙামাটিতে বন্যার্তদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ সহায়তা বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্ক
ঘূর্নিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ও বন্যার্তদর মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেছে সেনাবাহিনীর রাঙামাটিস্থ ১০ আর ই ব্যাটালিয়ন।
শনিবার (১ জুন) সকাল ১০টায় ব্যাটালিয়ন আওতাধীন বরাদম, গবাগনা ও হাজাছড়ি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
সেনাপ্রধানের দিক নির্দেশনায় ১০ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ সোহেল এর সহযোগিতায় ত্রাণ সামগ্রী বিতরণ করে ক্যাপ্টেন মো. এনামুল হক সাকিব।
তিনি বলেন, ব্যাটালিয়নের পক্ষ হতে ভবিষ্যতে দুর্যোগকালীন সময়ে সুবিধা বঞ্চিত মানুষের ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে।