রাঙামাটিতে বন্যাদুর্গত মানুষের মাঝে সেনাবাহিনীর খাবার বিতরণ

রাঙামাটিতে বন্যাদুর্গত মানুষের মাঝে সেনাবাহিনীর খাবার বিতরণ

রাঙামাটিতে বন্যাদুর্গত মানুষের মাঝে সেনাবাহিনীর খাবার বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট বাজার এলাকার কয়েকটি গ্রামে পানিবন্দি হতদরিদ্র দুঃস্থ তিন শতাধিক পরিবারের মাঝে খাবার সামগ্রী বিতরণ করেছেন সেনাবাহিনীর বাঘাইহাট জোন।

গতকাল বুধবার সকালে জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ খাইরুল আমিন উপস্থিত থেকে এসব অসহায় মানুষের হাতে খাবার তুলে দেন।

এসময় তিনি বলেন, পানিবন্দি দুস্থ, গরিব অসহায় ও দিনমজুরদের পাশে থাকতে পেরে খুবই আনন্দিত। বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোন সবসময় দেশের এবং মানুষের কল্যানের জন্য কাজ করে থাকে। অত্র এলাকার সকলে সুস্থতা সহিত বসবাসের নিরাপত্তা এবং বিভিন্ন দুর্যোগের সময় দুর্যোগ কবলিত মানুষের পাশে থেকে শান্তি-শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনীর পাশাপাশি উন্নয়নমূলক অবকাঠামোর লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোনের পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরণের সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, বাঘাইহাট জোনের উপ অধিনায়ক মেজর ফয়সাল আমির মোহাম্মদ তারেক, ৩৬নং সাজেক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নেলশন চাকমা (নয়ন), ৪নং ওয়ার্ড সদস্য দয়াধন চাকমা, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য সুমিতা রানী চাকমা প্রমুখ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।