নদী দূষণের দায়ে পেপার মিলস বন্ধের নির্দেশ! - Southeast Asia Journal

নদী দূষণের দায়ে পেপার মিলস বন্ধের নির্দেশ!

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্কঃ

পেপার মিলে উৎপাদিত কাগজের বর্জ্য ফেলে চট্টগ্রামের হালদা নদী দূষণের দায়ে জেলার হাটহাজারী উপজেলার নন্দীরহাট এলাকায় অবস্থিত এশিয়ান পেপার মিলসে কাগজ উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

রবিবার (১৮ আগস্ট) দুপুরে পরিবেশ অধিপ্তরের চট্টগ্রাম মহানগর পরিচালক আজাদুর রহমান মল্লিক তার কার্যালয়ে শুনানি শেষে এ সিদ্ধান্ত দেন বলে জানান পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম বিভাগের সহকারী পরিচালক মুক্তাদির হাসান।

তিনি বলেন, শুনানির পর জরুরি ভিত্তিতে সঠিক বর্জ্য ব্যবস্থাপনা, ত্রুটি সংশোধন করে ইটিপি সার্বক্ষণিক চালু রাখার পদক্ষেপ গ্রহণ ও পরিবেশসম্মত স্লাজ অপসারণের ব্যবস্থা নিতে বলা হয়েছে। এসব ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, প্রতিষ্ঠানটির বিভিন্ন পয়েন্টে পানির নমুনা সংগ্রহ ও বিশ্লেষণ করে যে মান-মাত্রা পাওয়া যায় তা পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ১৯৯৭ এর মান মাত্রাবর্হিভূত।

You may have missed