মিয়ানমার থেকে ভেসে আসছে রক্তাক্ত লাশ, দেখতে সাগর তীরে শত মানুষের ভীড়

মিয়ানমার থেকে ভেসে আসছে রক্তাক্ত লাশ, দেখতে সাগর তীরে শত মানুষের ভীড়

মিয়ানমার থেকে ভেসে আসছে রক্তাক্ত লাশ, দেখতে সাগর তীরে শত মানুষের ভীড়
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে চলমান সংঘাতে প্রতিদিন জোয়ারে ভেসে আসছে রক্তাক্ত লাশ। এসবের বেশিরভাগ নারী ও শিশু। জোয়ার এলেই লাশ দেখতে শত শত মানুষের ভীড় জমছে টেকনাফ ও সেন্টমার্টিন দ্বীপের সাগর তীরে। যুদ্ধ বন্ধে মিয়ানমারের সাথে কুটনৈতিক তৎপরতা বাড়ানোর সুপারিশ সুধিমহলের।

টেকনাফে বঙ্গোপসাগরের তীর থেকে দুই দিনে ৩১ টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১৩ নারী ও ১৫টি শিশুর মরদেহ রয়েছে। গত এক সপ্তায় নাফ নদী দিয়ে ভেসে আসা অর্ধশতাধিক গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে গণকবর দিয়েছে টেকনাফ ও সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দারা। রোহিঙ্গা ক্যাম্পের অনেকে আবার লাশ সনাক্ত করে ক্যাম্প এলাকায় নিয়ে দাফন করছে।

টেকনাফের স্থানীয় বাসিন্দারা জানায়, মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে চলমান সংঘাতে অনেকে গুলিবিদ্ধ হয়ে কিংবা আত্মরক্ষায় সাগরে ঝাঁপ দিচ্ছে। রাতের আঁধারে পালিয়ে আসা রোহিঙ্গাদের বহনকারী নৌকাডুবির ঘটনাও ঘটে।

কক্সবাজার চেম্বার কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা জানিয়েছেন,যুদ্ধ বন্ধে কুটনৈতিক তৎপরতা জোরদার করতে হবে। তা না হলে ভীতি ছড়িয়ে পড়তে পারে।

চলতি বছরের শুরু থেকেই মিয়ানমারের আরাকান রাজ্যে জান্তা বাহিনীর সাথে বিদ্রোহী গ্রুপের সংঘর্ষ চলে আসছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।