সংবাদপত্রে আদিবাসী শব্দ ব্যবহার করায় খাগড়াছড়িতে মামলা
![]()
নিউজ ডেস্কঃ
প্রকাশিত সংবাদে সংবিধান বিরোধী ”আদিবাসী” শব্দ ব্যবহার করায় দি ডেইলী স্টার পত্রিকার বান্দরবন জেলা প্রতিনিধি সঞ্জয় কুমার বড়ুয়াকে আসামী করে খাগড়াছড়ি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (আমলী) আদালতে মামলা করা হয়েছে।
খাগড়াছড়ি পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর ও পার্বত্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা বাদী হয়ে, শান্তি ভঙ্গের প্ররোচনাদানের উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে অপমান এবং জনসাধারনের অনিষ্ট হতে পারে এমন ধরণের বিবৃতি প্রকাশ করায় সাংবাদিক সঞ্জয়ের বিরূদ্ধে এই অভিযোগ দায়ের করেন।
বাদীপক্ষের আইনজীবী শেখ জামাল হোসেন সিদ্দিকী জানান, বাংলাদেশ সংবিধানের আর্টিকেল ৩৯(২) এ সংবাদপত্রে সংবাদ প্রকাশের ক্ষেত্রে প্রচারনা, উত্তেজনা, রাষ্ট্রের নিরাপত্তা, আদালত অবমাননা ইত্যাদি সৃষ্টি না করতে নির্দেশনা থাকলেও গত ২৮/০৭/২০১৯ইং তারিখে দি ডেইলী স্টার পত্রিকায় আসামী সঞ্জয় কুমার বড়ুয়া ”থ্রি ইনডিজিনাস ভিলেজ ফেইচ ল্যান্ড গ্রাবিং” শীর্ষক সংবাদ প্রচার করে তা ভঙ্গ করেন। উপরোন্তু সংবাদ শিরোনামে ইনডিজিনাস তথা আদিবাসী শব্দ ব্যবহার পার্বত্য চট্টগ্রামে বসবাসরত জনগোষ্ঠীর মাঝে চরম অসন্তোষ, বিভিন্ন স্থানে মারামারি ও সাম্প্রদায়িক দাঙ্গার উপক্রম করেছে, যা বাংলাদেশ দন্ডবিধির ৫০৪, ৫০৫ ও ৫০৫(খ) ধারার অপরাধ । দেশের শীর্ষ পত্রিকাগুলো অসংবিধানিক শব্দ ব্যবহার করে সরকারের নির্দেশনাও লঙ্গন করছে বিধায় কাউন্সিলর মাসুম রানা মামলাটি দায়ের করেছেন।
খাগড়াছড়ির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোরশেদুল আলম পিটিশনে উল্লেখিত অভিযোগ তদন্ত করে আগামী ১২/০৯/১৯ইং তারিখের মধ্যে আদালতে প্রতিবেদন দেওয়ার জন্য পিবিআই, চট্টগ্রামকে নির্দেশ দেন। মামলাটি সিআর-২১১/১৯ হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে।