অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে ত্রিপুরায় ৫ বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার
নিউজ ডেস্ক
ভারতে ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা অবৈধভাবে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় প্রবেশ করেছিলেন। তারা সবাই চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা বলে জানা গেছে।
সোমবার (২৬ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সংবাদমাধ্যমটি বলছে, অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশকারী পাঁচ বাংলাদেশি নাগরিককে রোববার ত্রিপুরা পুলিশ ও সীমান্ত নিরাপত্তা বাহিনী সমন্বিত অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে।
পশ্চিম আগরতলা থানার অফিসার ইনচার্জ পরিদর্শক পরিতোষ দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
পরিতোষ দাস বলেন, আগরতলার উপকণ্ঠে সীমান্তবর্তী লঙ্কামুরা শহরে কিছু বাংলাদেশি নাগরিকের অবৈধ প্রবেশের বিষয়ে কর্তৃপক্ষ গোয়েন্দা তথ্য পায়। পরে তড়িঘড়ি অভিযান চালিয়ে পুলিশ ও বিএসএফ সন্দেহভাজনদের আটক করে। জিজ্ঞাসাবাদে তারা বাংলাদেশের নাগরিক বলে স্বীকার করেছে।
এনডিটিভি বলছে, গ্রেপ্তারকৃত পাঁচজনই বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।
এদিকে ভারত-বাংলাদেশ সীমান্তে এই অবৈধ চলাচল ও অনুপ্রবেশের সাথে জড়িত আন্তঃসীমান্ত অপরাধীদের চিহ্নিত করতে এবং গ্রেপ্তার করতে পুলিশ সন্দেহভাজনদের আগরতলার আদালতে হাজির করে এবং পরে তাদের আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।