রাঙামাটিতে সেনাবাহিনী ও পুলিশের মধ্যে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্ত হচ্ছে: আইএসপিআর

রাঙামাটিতে সেনাবাহিনী ও পুলিশের মধ্যে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্ত হচ্ছে: আইএসপিআর

রাঙামাটিতে সেনাবাহিনী ও পুলিশের মধ্যে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্ত হচ্ছে: আইএসপিআর
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটির জুরাছড়িতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে তদন্ত হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বুধবার আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল (২৭ আগস্ট) রাঙামাটির জুরাছড়িতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। এ ব্যাপারে মূল কারণ উদ্‌ঘাটন এবং দায়ী ব্যক্তিদের শনাক্ত করার লক্ষ্যে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ তদন্ত কার্যক্রম চলমান। তদন্ত শেষে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাটি তদন্তাধীন থাকায় উসকানিমূলক বক্তব্য ও গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হলো।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।