সাতক্ষীরা সীমান্তে অবৈধভাবে ভারত গমনকালে আটক ৩

সাতক্ষীরা সীমান্তে অবৈধভাবে ভারত গমনকালে আটক ৩

সাতক্ষীরা সীমান্তে অবৈধভাবে ভারত গমনকালে আটক ৩
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে গমনকালে তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি।

সোমবার ( ৯ সেপ্টেম্বর) সাতক্ষীরা জেলার হিজলদী সীমান্ত এলাকা হতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, শেরপুর জেলার নওখোলা থানার শিকদারপাড়া গ্রামের মো. মনিরের মেয়ে মনিকা খাতুন (২১) ও রিতু আক্তার সুমাইয়া (১৫) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার মহিষপুর গ্রামের মোহন মিয়ার মেয়ে মরিয়ম আক্তার জুলি (১৫)।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মো. আশরাফুল হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর হিজলদী বিওপির সুলতানপুর নামক স্থান দিয়ে বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতের উদ্দেশ্যে গমন করবে। উক্ত সংবাদ প্রাপ্তির পর অধীনস্থ হিজলদী বিওপি‘র হাবিলদার তিমথি চাকমার নেতৃত্বে একটি চৌকস অভিযানিক দল বর্ণিত স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে। পরবর্তীতে দুপুর ২টা ৩০ মিনিটে তাদের আটক করা হয়।

আটককৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কলারোয়া থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।