ফের খাগড়াছড়িতে বসতবাড়িতে আগুন - Southeast Asia Journal

ফের খাগড়াছড়িতে বসতবাড়িতে আগুন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

মঙ্গলবার (২৭ আগস্ট) দিবাগত রাতে খাগড়াছড়ির রুখই চৌধুরী পাড়ায় অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে যাওয়ার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে একই এলাকায় আগুনে পুড়ল আরও পাঁচটি বসতঘর।

বুধবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সকালে স্থানীয় একটি বসতঘর থেকে আগুনের সূত্রপাত্র হয়েছে বলে জানায় এলাকাবাসী। তবে রান্না ঘরের চুলা থেকে না কি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত তাৎক্ষণিক ভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর পরই স্থানীয় এলাকাবাসী, ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর পুড়ে গেছে জানিয়ে খাগড়াছড়ি ৯ নম্বর পৌর ওয়ার্ড কাউন্সিলর মাসুদুল হক মাসুদ জানান, ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রশিদ আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।