কর্ণফুলী পেপার মিলে গ্যাস সংযোগ, আবারো শুরু হবে উৎপাদন - Southeast Asia Journal

কর্ণফুলী পেপার মিলে গ্যাস সংযোগ, আবারো শুরু হবে উৎপাদন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

গত ৪’ই আগষ্ট রোববার বিকেল থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে পড়ে কাপ্তাইয়ের চন্দ্রঘোনাস্থ্য কর্ণফুলী পেপার মিলস লি. (কেপিএম) এ। কেপিএমের মিটারিং স্টেশনের পাটর্স নষ্ট হওয়ার কারণে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এর কারনে উৎপাদন বন্ধ ছিলো ২৪ দিন। আবাসিক এলাকা সহ কেপিএম জুড়েই জ্বলেনি চুলা। বিদ্যুৎ না থাকায় সিংহভাগ সময়ই অন্ধকারোচ্ছন্ন ছিল এলাকাটি।

অবশেষে বুধবার (২৮ আগষ্ট) বিকেলে চট্টগ্রামের কর্ণফুলী গ্রাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লি. এর গ্যাস সংযোগে প্রায় ২৪’দিনের দুর্বিসহ দিনের অবসান ঘটিয়ে স্বস্থির নিশ্বাস ফেললো শ্রমিক কর্মচারীরা।

কর্নফুলী পেপার মিলস লি. এর জিএম (এম.কে.এস) স্বপন কুমার সরকার বলেন, বিকেলে তারা আমাদের গ্যাস সংযোগ দিয়ে গিয়েছে। অলিম্পিক গ্যাস দিয়েছে, চুলা চলছে। তারপর মিলস সাইডেও গ্যাস দিয়েছে আমরা আমাদের ম্যান্টেন্যান্সের কাজ শেষে উৎপাদন প্রক্রিয়া শুরু করবো।

কেপিএমের সিবিএ সভাপতি আব্দুল রাজ্জাক জানান, গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর আমাদের দূর্ভোগ পোহাতে হয়েছে। বর্তমানে সমগ্র কেপিএম জুড়ে শান্তির বাতাস বইছে। আমরা আগামীকাল উৎপাদনে যেতে পারি। তিনি বলেন, ৫১’কোটি ২৪’লক্ষ টাকা বকেয়া থাকায় গ্যাস সংযোগ বিচ্ছন্ন করা হয়েছে।