খাগড়াছড়ির বিদায়ী জেলা প্রশাসককে পৌরসভা ও প্রেসক্লাবের সংবর্ধনা - Southeast Asia Journal

খাগড়াছড়ির বিদায়ী জেলা প্রশাসককে পৌরসভা ও প্রেসক্লাবের সংবর্ধনা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির বিদায়ী জেলা প্রশাসক মো: শহিদুল ইসলামকে সংবর্ধনা দিয়েছে খাগড়াছড়ি পৌরসভা। বুধবার (২৮ আগষ্ট) বিকেলে খাগড়াছড়ি পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত বিদায় সংবর্ধনায় সভাপতিত্ব করেন পৌর মেয়র মো: রফিকুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পৌরসভার প্যানেল মেয়র মো: জাফর আহম্মদ, কাউন্সিলর পরিমল দেবনাথ, সচিব খন্দকার পারভীন আক্তার সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে সন্ধ্যায় জেলা প্রশাসককে বিদায়ী সংবর্ধনা জানিয়েছে খাগড়াছড়ি প্রেসক্লাব। খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, দৈনিক অরণ্য বার্তার সম্পাদক চৌধুরী আতাউর রহমান রানা, প্রেসক্লাবের সদস্য জহুরুল আলম, চিংমেপ্রু মারমা প্রমূখ।

বিদায়ী বক্তব্যে, খাগড়াছড়ির সাংবাদিকরা পেশার প্রতি আন্তরিক মন্তব্য জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম বলেন, পার্বত্য এ জেলার সাংবাদিকতা সম্মৃদ্ধ। কারণ পারস্পারিক সম্প্রীতি আর নিজেদের মধ্যে মেল-বন্ধনের ফলে প্রচার-প্রসারের ক্ষেত্রেও এগিয়ে এ জেলা।

এছাড়া পৌরসভা ও প্রেসক্লাবের পক্ষ হতে বিদায়ী জেলা প্রশাসককে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

You may have missed