খাগড়াছড়ি প্রেসক্লাবের সম্প্রসারিত ৪র্থ তলার উদ্বোধন
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি প্রেসক্লাব ভবনের সম্প্রসারিত ৪র্থ তলার উদ্ভোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এনডিসি নব বিক্রম কিশোর ত্রিপুরা।
বৃহস্পতিবার (২৯ আগষ্ট) দুপুরে ৩০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত খাগড়াছড়ি প্রেসক্লাব ভবনের সম্প্রসারিত ৪র্থ তলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুয়ার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য (পরিকল্পনা) ড. প্রকাশ কান্তি চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রওনক আলম,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের খাগড়াছড়ি নির্বাহী প্রকৌশলী মুজিবুল আলম, দৈনিক অরণ্য বার্তার সম্পাদক চৌধুরী আতাউর রহমান প্রমূখ।