খাগড়াছড়িতে উন্নয়ন বোর্ডের বিভিন্ন প্রকল্প উদ্ভোধন
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়িতে পার্বত্য উন্নয়ন বোর্ডের অধীনে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প উদ্ভোধন করা হয়েছে।
শুক্রবার (৩০ আগষ্ট) উন্নয়ন রোর্ড কর্তৃক বাস্তবায়িত খাগড়াছড়ি কালেক্টরেট জামে মসজিদের দ্বিতীয় তলা ভবনের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান (যুগ্ন সচিব) মো. শাহীনুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য (পরিকল্পনা) ড. প্রকাশ কান্তি চৌধুরী, নবাগত জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুজিবুল আলম প্রমূখ উপস্থিত ছিলেন ।
এর আগে বিয়াম ল্যবরেটরী স্কুলের একাডেমিক ভবনের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা ।
প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ৩৫ লক্ষ টাকা ব্যয়ে খাগড়াছড়ি কালেক্টরেট জামে মসজিদের দ্বিতীয় তলা ভবণ নির্মান ও ৬৬ লক্ষ টাকা ব্যয়ে বিয়াম ল্যবরেটরী স্কুলের একাডেমিক ভবন নির্মাণ করেছে।
একই দিন খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষনার কেন্দ্রে পার্বত্য অঞ্চলের মিশ্র ফল বাগান ব্যবস্থাপনায় আধুনিক উৎপাদন প্রযুক্তি শীর্ষক দিনব্যাপী কৃষক কৃষক প্রশিক্ষনে উপস্থিত ছিলেন নব বিক্রম কিশোর ত্রিপুরা।
পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রর মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুন্সি রাশীদ আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ভাইস চেয়ারম্যান (যুগ্ন সচিব) মো. শাহিনুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সদস্য (পরিকল্পনা) ড. প্রকাশ কান্তি চৌধুরী, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ মো. মর্তুজ আলী ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড’র মসল্লা বিষয়ক প্রকল্পের কন্সালটেন্ট ড. মহব্বত উল্ল্যা প্রমূখ।