উৎপাদনে ফিরেছে দেশের সর্ববৃহৎ কাগজ কল কেপিএম
![]()
নিউজ ডেস্ক
গ্যাস সংযোগ পুনঃস্থাপন হওয়ায় বৃহস্পতিবার (২৯ আগস্ট) থেকে উৎপাদনে ফিরেছে কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় অবস্থিত দেশের সর্ববৃহৎ কাগজ কল কর্ণফুলী পেপার মিলস (কেপিএম)। গত ৪ আগস্ট দুপুরে মিটারিং পার্টস বিকল হয়ে পড়ায় মিলটিতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে কাগজ উৎপাদন বন্ধ ছিল।
মিলটির প্রতিদিন কাগজ উৎপাদন সক্ষমতা ১০-১৫ মেট্রিক টন। উৎপাদন বন্ধ থাকায় প্রতিষ্ঠানটির প্রতিদিন ১৫-২০ লাখ টাকার ক্ষতি হয়।
বুধবার (২৮ আগস্ট) বিকালে চট্টগ্রামের কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবউশন কোম্পানি পুনঃসংযোগ দেয়। এতে প্রায় ২৪ দিনের অচলবস্থার নিরসন হয়।
কর্ণফুলী পেপার পেপার মিলের জিএম (এমটিএস) স্বপন কুমার সরকার বলেন, ২৮ আগস্ট (বুধবার) বিকালে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ আমাদের গ্যাস সংযোগ দিয়েছে। মিলের ছোটখাটো মেন্টেইনেন্স কাজ শেষে মিলের উৎপাদন শুরু হয়েছে।
কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. এমএমএ কাদের বলেন, গ্যাস সংযোগ পুনঃস্থাপন হওয়ায় মিলটিতে কাগজ উৎপাদন শুরু হয়েছে। গত বছর উৎপাদন হয় প্রায় ৬ হাজার মেট্রিক টন কাগজ। এ বছরের লক্ষ্যমাত্রা ১০ হাজার মেট্রিক টন।
এর আগে, গত ২ জুলাই রাতে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণের কারণে মিলটিতে আট দিন উৎপাদন বন্ধ ছিল।