সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের মাসিক নিরাপত্তা সংক্রান্ত সভা অনুষ্ঠিত
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের আওতাধীন মাটিরাঙ্গা জোনের মাসিক নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে মাটিরাঙ্গা জোনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জোন অধিনায়ক লেঃ কর্নেল মো. কামরুল হাসান।
জোন অধিনায়ক বলেন, আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে এলাকার সার্বিক নিরাপত্তায়, আনসার, পুলিশের পাশাপাশি থাকবে সেনাবাহিনী। এসময় এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
সম্প্রতি পাহাড়ে সাম্প্রদায়িক সহিংসতার কথা উল্লেখ করে তিনি বলেন, সেনাবাহিনী দেশের একটি স্তম্ভ। পাহাড়ে একটি ইস্যুকে কেন্দ্র করে পাহাড়ি বা বাঙ্গালীরা যদি সেনাবাহিনীকে বিতর্কিত করার চিন্তা করে, তাহলে দিন শেষে কিন্তু রাষ্ট্রই ক্ষতিগ্রস্ত হবে। সোসাইটিকে ভালো রাখার দায়িত্ব আমদের সবার। গুজবে কান দিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে সঠিক তথ্য দিয়ে সেনাবাহিনীকে সহযোগিতা করার আহ্বান জনান তিনি।
সভায় মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক অফিসার ডা. মিলটন ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক বদিউল আলম বদি, পৌর বিএনপি সভপতি শাহ জালাল কাজল, জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আব্দুল জলিল প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় পদস্থ সেনা কর্মকর্তা, সরকারি-বেসরকারী প্রতিষ্ঠান ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক,পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।