সাজেকে হতদরিদ্র পাহাড়ি-বাঙ্গালী জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিল সেনাবাহিনী

সাজেকে হতদরিদ্র পাহাড়ি-বাঙ্গালী জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিল সেনাবাহিনী

সাজেকে হতদরিদ্র পাহাড়ি-বাঙ্গালী জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিল সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেকে হতদরিদ্র পাহাড়ি-বাঙ্গালী জনগোষ্ঠীকে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করেছে সেনাবাহিনী।

আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সাজেক ইউনিয়ন পরিষদের সামনে এসব চিকিৎসা সেবা দেয় সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন বাঘাইহাট জোন।

জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ খায়রুল আমিনের নির্দেশনায় সাজেক ইউনিয়ন পরিষদ ও অন্যান্য স্থান হতে আসা হতদরিদ্র এসব মানুষের মাঝে চিকিৎসা সেবা দেন বাঘাইহাট জোনের মেডিক্যাল অফিসার (আরএমও) ক্যাপ্টেন মুহাইমেন উর রশীদ, ওক্যাপ্টেন শাহ-নেওয়াজ।

এসময় বাঘাইহাট জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর আবু নাঈম খন্দকার উপস্থিত ছিলেন।

স্থানীয় জনসাধারণ সেনাবাহিনীর এ সকল জনকল্যাণ কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন।

ভুক্তভোগী সাধারণ জনগণ জানান, ‘আমরা এই এলাকায় বসবাস করি কিন্তু আমাদের এলাকায় কোন হাসপাতাল নেই। আমাদের চিকিৎসা এবং ওষুধের জন্য নানা অসুবিধা ভোগ করতে হয়, তাই সেনাবাহিনীর ডাক্তার ছাড়া বিকল্প কোন উপায় নেই ‘

জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ খায়রুল আমিন বলেন, ‘এই এলাকাটিতে কোন চিকিৎসক না থাকায় আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ওষুধ বিতরণের আয়োজন করেছি। সেনাবাহিনী সবসময় দেশের এবং মানুষের কল্যানের জন্য কাজ করে থাকে এবং ভবিষ্যতেও এ কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতকল্পে নিয়মিতভাবে এই ক্যাম্পেইনের আয়োজন করা হবে বলেও জানান এই সেনা কর্মকর্তা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।