কাপ্তাইয়ে শারদীয় দূর্গাপূজা সম্পন্ন করতে সব ধরনের নিরাপত্তার আশ্বাস বিজিবির
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলায় সুষ্ঠু ও সুন্দুরভাবে শারদীয় দূর্গাপূজা সম্পন্ন করতে সব ধরনের সহযোগিতা এবং নিরাপত্তা দেয়ার প্রত্যয় ব্যক্ত করেছে বিজিবির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)।
গতকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ব্যাটালিয়ন কনফারেন্স কক্ষে পূজা উদযাপন পরিষদের সাথে অনুষ্ঠিত সভায় এ আশ্বাস দেয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন ৪২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া।
সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কাপ্তাই উপজেলা শাখা ও উপজেলার ৮টি পূজা মন্ডপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় কাপ্তাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কান্তি ভট্টাচার্য ও সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু শারদীয় দুর্গা উৎসব যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সেজন্য তিনি বিজিবির সার্বিক সহযোগিতা কামনা করেন।
বিজিবি ব্যাটালিয়ন অধিনায়কও শারদীয় দূর্গা উৎসব সুষ্ঠু ও সুন্দুরভাবে সম্পন্ন করতে সব ধরনের সহযোগিতা এবং নিরাপত্তা দেওয়ার আশ্বাস প্রদান করেন।
এসময় ব্যাটালিয়নের উপ-অধিনায়ক, মেডিক্যাল অফিসার, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।