মিয়ানমারের লালচরে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবক আহত

মিয়ানমারের লালচরে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবক আহত

মিয়ানমারের লালচরে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবক আহত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মিয়ানমার সীমান্তের ওপারে নাফ নদী সংলগ্ন লালচরে মাইন বিস্ফোরণে ওমর ফারুক নামে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন।

আহত ওমর ফারুক (১৮) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ড উত্তর পাড়ার মো. ইলিয়াসের ছেলে।

মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে টেকনাফের হোয়াইক্যং পয়েন্টের ওপারে মিয়ানমারের সীমান্তের নাফনদীর সংলগ্ন লালচরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী।

তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে জেনেছি মঙ্গলবার সকাল ১০টার দিকে অবৈধভাবে টেকনাফের হোয়াইক্যং সীমান্ত পয়েন্ট দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে নাফনদী সংলগ্ন লালচরে হোয়াইক্যং উত্তরপাড়া গ্রামের ওমর ফারুক খাদ্য ফল (আনার ঘোলা) আনতে মিয়ানমার সীমান্তে লালচরে প্রবেশ করলে সেখানে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে তার ডান পায়ে গুরুতর আহত হয়েছেন।

চেয়ারম্যান আরও বলেন,পরবর্তীতে বিষয়টি ভিকটিমের পরিবারের সদস্যরা জানলে সেখান থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।