ধর্ম, বর্ণ, সম্প্রদায় ও রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে সম্প্রীতির মহালছড়ি গড়ার অনুরোধ সেনাবাহিনীর

ধর্ম, বর্ণ, সম্প্রদায় ও রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে সম্প্রীতির মহালছড়ি গড়ার অনুরোধ সেনাবাহিনীর

ধর্ম, বর্ণ, সম্প্রদায় ও রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে সম্প্রীতির মহালছড়ি গড়ার অনুরোধ সেনাবাহিনীর
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সবাইকে ধর্ম, বর্ণ, সম্প্রদায় ও রাজনৈতিক মতাদর্শের উর্ধ্বে যেয়ে সম্প্রীতির মহালছড়ি গড়ার অনুরোধ জানিয়ে সেনাবাহিনীর মহালছড়ি জোন অধিনায়ক লেঃ কর্নেল শাহ্‌রিয়ার সাফকাত ভূইয়া ধর্মীয় এবং সামাজিক ঐক্য বজায় রেখে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের উদ্দেশ্যে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

আজ রবিবার (৬ অক্টোবর) সকালে খাগড়াছড়ির মহালছড়ি জোন সদরে সাম্প্রতিক পরিস্থিতি ও শারদীয় দুর্গাপূজা ২০২৪ উপলক্ষে আয়োজিত এক বিশেষ নিরাপত্তা সমন্বয় সভায় এসব কথা বলেন তিনি।

জোন অধিনায়কের সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন সকল সেনা সাবজোন কমান্ডারবৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মহালছড়ি, স্থানীয় বাঙ্গালী জনপ্রতিনিধি, সকল ধর্মাবলম্বীর প্রতিনিধি, পূজা কমিটির সভাপতিবৃন্দ, হেডম্যান, কারবারী, প্রিন্ট মিডিয়াকর্মী ও বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের ব্যক্তিবর্গ সমূহ।

ধর্ম, বর্ণ, সম্প্রদায় ও রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে সম্প্রীতির মহালছড়ি গড়ার অনুরোধ সেনাবাহিনীর

উক্ত মত বিনিময় সভায় দুর্গাপূজা উদযাপনের সার্বিক আয়োজন, নিরাপত্তা ব্যবস্থা, এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়। ধর্মীয় এবং সামাজিক ঐক্য বজায় রেখে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের উদ্দেশ্যে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। পূজা উদ্যাপনের পাশাপাশি খাগড়াছড়ি জেলায় ঘটে যাওয়া বিভিন্ন অপ্রীতিকর ঘটনার আলোকে সবাইকে সতর্ক অবস্থানে থাকার বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়।

সভায় উপস্থিত সকলেই আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গৃহীত নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্টি প্রকাশ করে এবং ভবিষ্যতে যেকোন অপ্রীতিকর কলহ ঠেকাতে কাধ মিলিয়ে কাজ করার ব্যপারে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।