মাটিরাঙ্গার বিভিন্ন পূজা মণ্ডপের নিরাপত্তায় বিজিবি মোতায়েন
নিউজ ডেস্ক
দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া জোনের আওতাধীন এলাকায় ডাকবাংলা শ্রী শ্রী জগন্নাথ মন্দির, তবলছড়ি লাইফু কারবারীপাড়া হরি মন্দির এবং তাইন্দং হেডম্যানপাড়া দূর্গা মন্দিরে দুর্গাপূজা উদযাপিত হবে। পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিতকল্পে যামিনীপাড়া জোন সদর হতে তিন প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
রবিবার (৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন যামিনীপাড়া জোন অধিনায়ক লেঃ কর্নেল আলমগীর কবির।
তিনি জানান, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পূজামন্ডপের নিরাপত্তায় নিকটবর্তী বিওপি (ক্যাম্প) থেকেও নিয়মিত ভাবে বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। যেকোন উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসন, পুলিশ, আনসার ভিডিপি এবং পূজা উদযাপন কমিটির সাথে সার্বক্ষণিক যোগাযোগে জোন সদরে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে।
জোনের আওতাধীন এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও পূজা মন্ডপ এর নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা স্থাপনে কারিগরি সহায়তা প্রদানসহ হেডম্যানপাড়া পূজা মন্ডপে সিসি ক্যামেরা না থাকায় যামিনীপাড়া জোন কর্তৃক আইপি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে বলে জানান তিনি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।