ফটিকছড়ির ১২৪টি পূজা মন্ডপের নিরাপত্তা দিচ্ছে সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোন
![]()
নিউজ ডেস্ক
গতকাল বুধবার (৯ অক্টোবর ২০২৪) থেকে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা। বৃহত্তর চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ১২৪টি পূজা মন্ডপে সাড়ম্বরে চলছে দূর্গা পূজার নানা আনুষ্ঠানিকতা।
শারদীয় দূর্গা পূজা উপলক্ষে এসকল পূজা মন্ডপ ও তদসংশ্লিষ্ঠ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য উপজেলা প্রশাসন, পুলিশ ও আনসারের পাশাপাশি ফটিকছড়িতে মোতায়েন রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের অধিনস্থ লক্ষ্মীছড়ি জোনের সেনাসদস্যরা।
পূজা মন্ডপগুলোর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে লক্ষ্মীছড়ি জোনের সেনাসদস্যরা সার্বক্ষণিক তাদের টহল কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। শারদীয় দূর্গা পূজা শেষ হওয়া পর্যন্ত তাদের এই নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।
আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) পূজা মন্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা স্বচক্ষে প্রত্যক্ষ করতে বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেছেন লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ তাজুল ইসলাম।
উপজেলার ধুরং বিবেকানন্দ সেবা সমিতি পূজা মন্ডপ পরিদর্শনকালে জোন অধিনায়ক মন্ডপ পরিচালনা কমিটি ও ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং কমিটির হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।
এসময় জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ তাজুল ইসলাম, নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সেনাসদস্যরা সর্বোচ্চ সহযোগিতা করবে বলে সনাতনী সম্প্রদায়কে আশ্বস্ত করেন।
পরিদর্শনকালে সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।