আলীকদমে পূজা মন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা উপহার প্রদান করল সেনাবাহিনী

নিউজ ডেস্ক
সনাতনী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলার আলীকদমে বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেছেন সেনাবাহিনীর আলীকদম জোন অধিনায়ক।
আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) আলীকদম জোনের আওতাধীন আলীকদম কেন্দ্রীয় হরি মন্দির, নয়াপাড়া বণিক পাড়া সার্বজনীন হরি মন্দির ও শ্রী শ্রী কেন্দ্রীয় লোকনাথ মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা, সার্বিক পরিস্থিতি পরিদর্শন ও শুভেচ্ছা উপহার প্রদান করেন জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ শওকাতুল মোনায়েম।
জোন অধিনায়ক বলেন, আলীকদম সেনা জোনের আওতাধীন অঞ্চলে সকল ধর্মাবলম্বীদের সহযোগিতার হাত বাড়িয়ে, বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধন সুদূঢ় করে পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বর্তমানের ন্যায় ভবিষ্যতেও বজায় থাকবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন জোনাল স্টাফ অফিসার মেজর পাভেল মাহমুদ রাসেল, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপায়ন দেব, থানার ওসি তবিদুর রহমান ও নয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কফিল উদ্দিন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।