মহালছড়ির দুর্গম পাহাড়ে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে দূর্গাপূজার শুভেচ্ছা উপহার পৌঁছে দিল সেনাবাহিনী
![]()
নিউজ ডেস্ক
শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ির দূর্গম এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে বাড়িতে পূজার শুভেচ্ছা উপহার হিসেবে খাবার সামগ্রী পৌঁছে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের মহালছড়ি জোন।
দুর্গাপূজার তৃতীয় দিন মহাষ্টমীতে মহালছড়ি সেনা জোনের আওতাধীন এলাকায় দুই শতাধিক হিন্দু ধর্মাবলম্বী বাঙালি ও পাহাড়িদের মাঝে উপহার পৌছে দেন মহালছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল শাহরিয়ার সাফকাত ভূইয়া।

পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিত এর পাশাপাশি এ ধরনের উদ্যোগে সাধারণ মানুষ মহালছড়ি জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় জোন অধিনায়ক, ধর্মীয় এবং সামাজিক ঐক্য বজায় রেখে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের উদ্দেশ্যে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।