গুইমারায় পূজামন্ডপ পরিদর্শন শেষে লক্ষ টাকা অনুদান সেনাবাহিনীর
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় শারদীয় দুর্গোৎসবে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম।
রিজিয়ন কমান্ডার স্বপরিবারে উপস্থিত হয়ে উপজেলার ৩টি পূজা মন্ডপ পরিদর্শন ও পূজা মন্ডপসমূহে মোট ১লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করেন।
এদিন গুইমারা কালী মন্দিরে (দার্জিলিং টিলা)-৫০ হাজার টাকা, গুইমারা হরি মন্দিরে (ডাক্তার টিলা)-২৫ হাজার টাকা ও গুইমারা চন্ডী মন্দিরে (বাজার পাড়া)-২৫ হাজার টাকা দেয়া হয়।
পরিদর্শনকালে সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা, মেজর খালেদ মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ, মেজর মো. মাসনুর ইসলামসহ সংশ্লিষ্ট মন্দির ও পূজা মণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি ও সম্পাদকসহ দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।