মানিকছড়িতে পূজামন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা উপহার প্রদান করল সেনাবাহিনী
নিউজ ডেস্ক
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ৪টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা।
শুক্রবার বিকেলে উপজেলার শ্রী শ্রী রাজ শ্যামা কেন্দ্রীয় কালী মন্দির, তিনটহরী শ্রী শ্রী সর্বজনীন দুর্গা মন্দির, একসত্যাপাড়া শ্রী শ্রী সর্বজনীন দুর্গা মন্দিরও তিনটহরী বড়ডুলু অদৈত্ব অচুত্য ধাম পুজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন মানিকছড়ি আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মাহাবুবুল বারি ও সংশ্লিষ্ট মন্দির ও পূজা মণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি, সম্পাদকসহ দায়িত্বশীল কর্মকর্তারা।
পরিদর্শনকালে জোন অধিনায়ক মন্দিরের সার্বিক নিরাপত্তার বিষয়ে খোঁজ-খবর নেন এবং পূজামন্ডপ কমিটিদের সাথে কথাবার্তা বলেন। কমিটির সদস্যরা নিরাপত্তার বিষয় নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
এসময় জোন অধিনায়ক, প্রতিমা বিসর্জন পর্যন্ত সবাইকে সতর্কতার সহিত দায়িত্ব পালনের আহ্বান জানান।
পরে তিনি প্রতিটি মণ্ডপে পূজা উদযাপনে সহায়তা হিসেবে ১০হাজার করে মোট ৪০হাজার টাকা শুভেচ্ছা উপহার প্রদান করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।