দুর্গম পাহাড়ে অসহায়দের মাঝে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ

দুর্গম পাহাড়ে অসহায়দের মাঝে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ

দুর্গম পাহাড়ে অসহায়দের মাঝে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোন কর্তৃক বান্দরবান জেলার লামা উপজেলার বনপুর এলাকার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) আলীকদম জোনের তত্ত্বাবধানে লামা উপজেলার অন্তর্ভুক্ত বনপুর এলাকার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে চিকিৎসা সহায়তার লক্ষ্যে দিনব্যাপী এ মেডিক্যাল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

উক্ত মেডিক্যাল ক্যাম্পেইনে দুঃস্থ, অসহায় ও গরীবদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং ঔষুধ বিতরণ করা হয়।

ক্যাম্পেইনে ২০৭ জন বাঙ্গালি ও ১৫৬ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যদের মেডিক্যাল সহায়তা প্রদান করা হয়। যাদের মধ্যে ৮০ জন পুরুষ, ১২৬ জন মহিলা এবং ১৫৭ জন শিশুসহ সর্বমোট ৩৬৩ জন ব্যক্তিকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

দুর্গম পাহাড়ে অসহায়দের মাঝে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ

চিকিৎসা সেবা প্রাপ্তির পর আগত ব্যক্তিবর্গ আলীকদম জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরবর্তীতে আগত সকল ব্যক্তিবর্গকে আলীকদম জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোঃ আশরাফুল ইসলাম বর্তমান সময়ে ডেঙ্গু এবং ম্যালেরিয়া প্রতিরোধ সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করেন এবং সচেতন থাকার জন্য সর্তক করেন।

এছাড়াও পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রেখে মাদকদ্রব্য পরিহার এবং বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম থেকে নিজেদের বিরত রেখে বসবাস করার জন্য তিনি আহবান জানান।

তিনি আরোও বলেন, ভবিষ্যতে আলীকদম জোন কর্তৃক এ ধরণের মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি জনগণকে আশ্বস্ত করেন যে, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। সেই সাথে এলাকায় শান্তি, শৃংখলা ও নিরাপত্তা বজায় রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।