খাগড়াছড়ি ও রাঙামাটিতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার

খাগড়াছড়ি ও রাঙামাটিতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার

খাগড়াছড়ি ও রাঙামাটিতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি ও রাঙামাটির পর্যটন কেন্দ্রগুলোতে থাকা পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে। ৫ নভেম্বর থেকে যথারীতি ভ্রমণ করতে পারবেন দেশের বিভিন্ন অঞ্চলের পর্যটক।

বুধবার (৩০ অক্টোবর) খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান পর্যটক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। খাগড়াছড়ি জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে জানিয়েছেন তিনি।

এদিকে, আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের রাঙামাটিতে ভ্রমণে ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসক। রাঙামাটি ও খাগড়াছড়িতে অস্থির পরিস্থিতির কারণে গেল ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত তিন পার্বত্য জেলায় পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করে ভ্রমণের নিষেধাজ্ঞা জারি করেছিল জেলা প্রশাসন।

বুধবার জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান রাঙামাটিতে আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা জানান।

জেলা প্রশাসক জানান, বর্তমানে জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পর্যটকদের ভ্রমণে এতদিন যে নিষেধাজ্ঞা বলবৎ ছিল রাঙামাটি জেলার সার্বিক পরিস্থিতি বিচেনা করে তুলে নেওয়া হয়েছে। পূর্বে ন্যায় পর্যটকরা রাঙামাটিতে নিরাপদে ভ্রমণে করতে পারবেন।

তিনি আরও জানান, সাজেকে পর্যটকদের ভ্রমণের ক্ষেত্রে খাগড়াছড়ি জেলায় যখন ভ্রমনের নিষেধাজ্ঞা জারি প্রত্যাহার করা হবে তখন থেকে পর্যটকরা ভ্রমণ করতে পারবেন।

এসময় রাঙামাটি হোটেল মালিক সমিতির সভাপতি মঈন উদ্দীন সেলিম, বার্গী লেক ভ্যালীর পরিচালক বাপ্পী তংচংগ্যা, বোট মালিক সমিতির নেতা রমজান আলীসহ পর্যটন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

গত মাসের ১৮ তারিখ থেকে পাহাড়ে সহিংসতার জেরে তিন দফায় ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত রাঙামাটির পর্যটন কেন্দ্র সাজেকে ভ্রমণে নিরুৎসাহিত করা হয়। পরে পাহাড়ের সার্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে তিন পার্বত্য জেলায় ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পর্যটকদের ভ্রমণ থেকে বিরত থাকতে অনুরোধ জানায় স্থানীয় প্রশাসন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।