খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক অনুদান ও ডেউটিন বিতরণ করল সেনাবাহিনী
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়িতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক অনুদান ও ডেউটিন বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন খাগড়াছড়ি জোনের পানছড়ি সাব জোন এসব সহায়তা প্রদান করে।
আজ মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার পানছড়ি বাজার, দমদম, টিএন্ডটি টিলা, তালুকদারপাড়া, কলাবাগান, ত্রিপুরা পাড়ার ১১টি পরিবারের মাঝে সর্বমোট ৪০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে সহায়তা তুলে দেন পানছড়ি সাব জোন কমান্ডার মেজর মোঃ জায়েদ- উর-রহমান অয়ন।
এসময় সেনা কর্মকর্তা লেঃ মোঃ সাদ হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সহায়তা বিতরণকালে মেজর মোঃ জায়েদ-উর-রহমান বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতির নিদর্শন স্বরূপ খাগড়াছড়ি জোন কর্তৃক এই ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত রাখবে। ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে আমরা এক সাথে থাকবো এবং একে অপরকে সহায়তা করবো।’
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।