মেহেরপুরে যৌথ বাহিনীর অভিযানে দুই নারীসহ আটক ৩, আট কেজি গাঁজা উদ্ধার

মেহেরপুরে যৌথ বাহিনীর অভিযানে দুই নারীসহ আটক ৩, আট কেজি গাঁজা উদ্ধার

মেহেরপুরে যৌথ বাহিনীর অভিযানে দুই নারীসহ আটক ৩, আট কেজি গাঁজা উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মেহেরপুরে অভিযান চালিয়ে গাঁজা বহনের দায়ে দুই নারী মাদককারবারিসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে আমদানি নিষিদ্ধ আট কেজি গাঁজা, জব্দ করা হয়েছে একটি পাখিভ্যানও।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ৭টার দিকে গাংনী উপজেলার ভোমরদহ গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও সেনাবাহিনীর যৌথদল এ অভিযান পরিচালনা করে।

আটকরা হলেন: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভাগজোত গ্রামের তিলকজান ও মুন্সীগঞ্জ গ্রামের কহিনুর বেগম এবং ভ্যানচালক ইন্তাদুল।

জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আবুল হাসেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাংনী উপজেলার ভোমরদহ এলাকায় যৌথ বাহিনী অভিযান চালায়। এ সময় পাখিভ্যানে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে আট কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক বহনের দায়ে আটক করা হয় ওই তিনজনকে।

আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে তাদের গাংনী থানায় সোপর্দ করা হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।