উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের পাশে মিললো ৯টি গ্রেনেড

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের পাশে মিললো ৯টি গ্রেনেড

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের পাশে মিললো ৯টি গ্রেনেড
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে ৯টি গ্রেনেড উদ্ধার হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) রাতে উপজেলার পালংখালী ইউনিয়নের রোহিঙ্গা ক্যাম্প লাগোয়া বালুখালীর মরাগাছ তলা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেডগুলো উদ্ধার করা হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে উল্লেখ করে ওসি বলেন, উদ্ধার হওয়া গ্রেনেডগুলোর মধ্যে চারটি আরজে হ্যান্ড গ্রেনেড ও পাঁচটি এম-সিক্স সেভেন হ্যান্ড গ্রেনেড রয়েছে। গ্রেনেডগুলো সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

তবে গ্রেনেডগুলো কীভাবে এখানে এলো এবং কারা এর পেছনে জড়িত তা জানাতে পারেননি ওসি। রহস্য উদ্ঘাটনে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে উল্লেখ করেন তিনি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।