লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রচনা প্রতিযোগিতা আয়োজন ও পুরস্কার বিতরণ

নিউজ ডেস্ক
পার্বত্য জেলা খাগড়াছড়িতে স্থিতিশীলতা এবং শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার লক্ষ্যে সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের অন্তর্গত লক্ষ্মীছড়ি জোন নিয়মিতভাবে বিভিন্ন সেবামূলক এবং জনকল্যাণমূলক কার্যক্রমের ধারা অব্যাহত রেখেছে।
জোন অধীনস্ত এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নতি ও অগ্রগতি নিশ্চিতকল্পে লক্ষ্মীছড়ি উপজেলার অন্তর্ভূক্ত বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসাগুলোতে প্রয়োজন অনুযায়ী আর্থিক অনুদান প্রদানের পাশাপাশি শিক্ষা কার্যক্রমে সহায়ক উপকরন, প্রসাশনিক প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী প্রদানের মত দৃশ্যমান উন্নতিতে ও ভূমিকা রেখে যাচ্ছে এই জোন।
এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক ও প্রতিযোগী মনোভাব গড়ে তোলার লক্ষ্যে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ‘’সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং পার্বত্য জনপদের উন্নয়নে ছাত্র সমাজের ভূমিকা’’ শীর্ষক রচনা প্রতিযোগিতা আয়োজন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
জানা যায়, গত ৮ অক্টোবর এবং ২১ অক্টোবর তারিখে লক্ষ্মীছড়ি মডেল সরকারি উচ্চ বিদ্যালয় এবং লক্ষীছড়ি সরকারি কলেজে রচনা প্রতিযোগিতা-২০২৪ এর আয়োজন করা হয়। প্রতিযোগীতায় শিক্ষা প্রতিষ্ঠানসমূহ হতে প্রায় দুইশত শিক্ষার্থী ব্যাপক উৎসাহ নিয়ে অংশগ্রহণ করে। পর্ষদ কর্তৃক মান নির্ধারণ শেষে ২টি গ্রুপে ৩ জন করে চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করা হয়।
আজ বুধবার (১৩ নভেম্বর) লক্ষ্মীছড়ি উপজেলা অডিটোরিয়ামে উক্ত রচনা প্রতিযোগীতার বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ তাজুল ইসলাম।
এছাড়াও জোনের উপ-অধিনায়ক মেজর সারোয়ার জাহান, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা শিক্ষা অফিসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং ছাত্র/ছাত্রীরা উপস্থিত ছিলেন।
উক্ত প্রতিযোগীতায় প্রধান অতিথি বিজয়ীদের মাঝে নগদ অর্থ পুরস্কার এবং অংশগ্রহণকারী সকল ছাত্রছাত্রীদের সৌজন্য পুরস্কার প্রদান করেন।
লক্ষ্মীছড়ি উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা সেনাবাহিনীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে লক্ষ্মীছড়ি জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পুরস্কার বিতরনী অনুষ্ঠান শেষে জোন অধিনায়ক সকলের উদ্দেশ্যে বলেন, ছাত্র ছাত্রীদের নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলতে হবে। অতীতেও ছাত্রছাত্রীরা দেশের ক্রান্তি লগ্নে অগ্রনী ভূমিকা পালন করেছে এবং বর্তমানেও তারা দেশ ও জাতির গঠন এবং সংস্কার কাজে অবদান রেখে যাচ্ছেন। ভবিষ্যতেও ছাত্র-ছাত্রীরা দেশের সংকট ও সমস্যা নিরসনে ঝাঁপিয়ে পড়ে দেশ রক্ষার দায়িত্ব নিবে। এছাড়াও তিনি বলেন, লক্ষীছড়ি জোন এ অঞ্চলের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে সকল ধরনের সহযোগিতা প্রদান করে আসছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।