ভারতে ৮ বাংলাদেশি গ্রেপ্তার, তিনজনের বাড়ি গোপালগঞ্জে
নিউজ ডেস্ক
ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে আটজন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। পশ্চিমবঙ্গের খরদহ থানার তিনটি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বাবলু শেখ, ফারুক শেখ, আলি শেখ। এদের সবার বাড়ি বাংলাদেশের গোপালগঞ্জে। খরদহ থানার অন্তর্গত এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন তারা। তবে বাকি পাঁচজনের নাম-পরিচয় প্রকাশ করেনি ভারতীয় পুলিশ।
এর আগে বুধবার (১৩ নভেম্বর) দুই বাংলাদেশি এবং তাদের ভারতীয় দোসরকে গ্রেপ্তার করে ভারতের আর্থিক তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। অনুপ্রবেশ ও মানব পাচারে সহায়তার অভিযোগে কলকাতা থেকে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বাংলাদেশি নাগরিকরা হলেন—রনি মণ্ডল ও সামির চৌধুরী এবং ভারতীয় নাগরিক হলেন পিন্টু হালদার। গ্রেপ্তারের ঘটনাটি এমন এক সময়ে হয়েছে যখন রাষ্ট্রীয় সংস্থাটি ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের ১৭টি স্থানে বাংলাদেশি অনুপ্রবেশ সংশ্লিষ্ট অর্থ পাচার মামলায় অভিযান চালিয়েছিল মাত্র একদিন আগে। একটি এফআইআরের ভিত্তিতে চলতি বছরের ৪ জুনের করা মামলায় অভিযানটি চালানো হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।