খাগড়াছড়ি জেলা প্রশাসকের সাথে ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের সৌজন্য সাক্ষাৎ
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির জেলা প্রশাসক জনাব প্রতাপ চন্দ্র বিশ্বাস’র সাথে ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ কেন্দ্রীয় কমিটিসহ খাগড়াছড়ি জেলা ও কলেজ শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রেম কুমার ত্রিপুরার নেতৃত্বে প্রতিনিধি দল সৌজন্য সাৎক্ষাতের সময় সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসককে ফুল ও ঐতিহ্যবাহী রিসা দিয়ে বরণ করে নয়। সাক্ষাৎকারের পর ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম বাংলাদেশ’র লক্ষ্য ও উদ্দেশ্য, কার্যক্রম সম্পর্কে জেলা প্রশাসককে অবগত করা হয়।
প্রতিনিধি দলের সাথে এসময় আরও উপস্থিত ছিলেন টিএসএফ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি জয় প্রকাশ ত্রিপুরা, সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নক্ষত্র ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি কলেজ শাখার সভাপতি টিটু ত্রিপুরা, কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক প্রদীপ ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক মাচাংতি নিশি ত্রিপুরা প্রমুখ।