বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য চুক্তির ২৭ তম বর্ষপূর্তি উদযাপন

বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য চুক্তির ২৭ তম বর্ষপূর্তি উদযাপন

বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য চুক্তির ২৭ তম বর্ষপূর্তি উদযাপন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

নানা কর্মসূচীর মধ্য দিয়ে পার্বত্য জেলা বান্দরবানে উদযাপিত হয়েছে পার্বত্য শান্তি চুক্তির ২৭ তম বর্ষপূর্তি।

আজ সোমবার (২ ডিসেম্বর) সকালে জেলা পরিষদের আয়োজনে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউটের হলরুমে শান্তির পায়রা উড়ানো হয় । পরে কেক কাটা হয়।

এসময় জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মেহেদী হাসান।

বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য চুক্তির ২৭ তম বর্ষপূর্তি উদযাপন

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ, পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ কাওছার, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম মঞ্জুরুল হক, জেলা পরিষদ সদস্য এ্যাড. মাধবী মারমা।

কেক কাটা শেষে আলোচনা সভার আয়োজন করা হয়।

এর আগে বান্দরবান সদর হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান কর্মসুচীর আয়োজন করে জেলা পরিষদ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।