সাফজয়ী নারী ফুটবলারদের সংবর্ধিত করল সেনাবাহিনী

সাফজয়ী নারী ফুটবলারদের সংবর্ধিত করল সেনাবাহিনী

সাফজয়ী নারী ফুটবলারদের সংবর্ধিত করল সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সাফজয়ী জাতীয় নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার (৭ ডিসেম্বর) রাতে কক্সবাজারের উখিয়া উপজেলায় মেরিন ড্রাইভের ইনানিতে সেনাবাহিনীর পাঁচ তারকা হোটেল বে ওয়াচে এই সংবর্ধনা দেওয়া হয়।

ওই সংবর্ধনায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ছাড়াও বিমান বাহিনী ও নৌবাহিনী প্রধান এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নতুন সভাপতি তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান বলেন, আজকের দিনটি সশস্ত্র বাহিনীর জন্য অত্যন্ত আনন্দের দিন।

নারী ফুটবল দল দুই দুইবার চ্যাম্পিয়ন হয়ে দেশের জন্য সুনাম বয়ে এনেছে।

তিনি বলেন, নানা প্রতিকূলতা সত্ত্বেও নারী ফুটবল দল এগিয়ে যাচ্ছে। তাদের সাপোর্ট দিলে আরো ভালো করবে।

তিনি নারী ফুটবলারদের অনুপ্রাণিত করার জন্য তাদের অভিভাবকদের ধন্যবাদ জানান।

একই সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল অতিথিদের ধন্যবাদ জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান ও নৌবাহিনী প্রধান এডমিরাল মুহাম্মদ নাজমুল হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল নারী ফুটবলারদের সংবর্ধিত করার জন্য সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এতে আমাদের নারীরা আরো অনুপ্রাণিত হবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বিজয়ী নারী ফুটবলারদের পুরস্কৃত করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed