বিজয় দিবস উপলক্ষে মহালছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করল সেনাবাহিনী
![]()
নিউজ ডেস্ক
মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন মহালছড়ি জোন এ প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করে।
মহালছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ্রিয়ার সাফকাত ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এদিন ফুটবল ম্যাচের উদ্বোধন করেন।
এসময় অন্যান্যদের মধ্যে ৬ এপিবিএন অধিনায়ক, মহালছড়ি জোনের সেনা কর্মকর্তা, জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী ও স্থানীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, বিজয় দিবসের গুরুত্ব ও মহান স্বাধীনতার চেতনা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এমন আয়োজন। পাশাপাশি এ ধরনের আয়োজন পার্বত্য চট্টগ্রামের সকল জনগোষ্ঠীর মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক স্থাপনে সহায়ক হবে এবং শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।