বিজয় দিবস উপলক্ষে মহালছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করল সেনাবাহিনী

বিজয় দিবস উপলক্ষে মহালছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করল সেনাবাহিনী

বিজয় দিবস উপলক্ষে মহালছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করল সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন মহালছড়ি জোন এ প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করে।

মহালছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ্‌রিয়ার সাফকাত ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এদিন ফুটবল ম্যাচের উদ্বোধন করেন।

এসময় অন্যান্যদের মধ্যে ৬ এপিবিএন অধিনায়ক, মহালছড়ি জোনের সেনা কর্মকর্তা, জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী ও স্থানীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, বিজয় দিবসের গুরুত্ব ও মহান স্বাধীনতার চেতনা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এমন আয়োজন। পাশাপাশি এ ধরনের আয়োজন পার্বত্য চট্টগ্রামের সকল জনগোষ্ঠীর মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক স্থাপনে সহায়ক হবে এবং শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।