বান্দরবানের পাহাড়ি এলাকায় সেনাবাহিনী কর্তৃক ক্রীড়া সামগ্রী বিতরণ

বান্দরবানের পাহাড়ি এলাকায় সেনাবাহিনী কর্তৃক ক্রীড়া সামগ্রী বিতরণ

বান্দরবানের পাহাড়ি এলাকায় সেনাবাহিনী কর্তৃক ক্রীড়া সামগ্রী বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

শারীরিক প্রতিযোগিতা এবং বিনোদনমূলক খেলাধুলা মানব সমাজে দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আর পাহাড়ি এলাকায় এই খেলাধুলা যুব সমাজকে মাদকাসক্তি, বিভিন্ন বিশৃঙ্খলা, সন্ত্রাস ও নৈরাজ্য থেকে দূরে রাখতে পারে, এবং মানসিক প্রশান্তি দিতে পারে।

এরই ধারাবাহিকতায় সেনাবাহিনী বিভিন্ন জনহিতকর কাজের পাশাপাশি স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর যুব সমাজকে বিনোদন ও খেলাধুলার জন্য ক্রীড়া সামগ্রী প্রদান করে।

বান্দরবানের পাহাড়ি এলাকায় সেনাবাহিনী কর্তৃক ক্রীড়া সামগ্রী বিতরণ

আজ শুক্রবার (২০ ডিসেম্বর) বান্দরবান সেনা জোন (৫ ই বেংগল)-এর সার্বিক তত্ত্বাবধানে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় অত্র জোনের আওতাধীন লংলাই আর্মি ক্যাম্প ও ডুলুপাড়া আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে ক্রীড়া সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

বান্দরবান জোনের আওতাধীন পাহাড়ি এলাকা: মহেন্দ্র পাড়া, দুলুপাড়া এবং আমতলী পাড়া এলাকায় উক্ত কর্মসূচি গ্রহণ করা হয়। বান্দরবান জোন কর্তৃক পরিচালিত এমন জনকল্যাণমূলক কার্যক্রমে স্থানীয় সকল স্তরের জনগণ সেনাবাহিনীর প্রতি সন্তোষ প্রকাশ করেন।

বান্দরবানের পাহাড়ি এলাকায় সেনাবাহিনী কর্তৃক ক্রীড়া সামগ্রী বিতরণ

জানা গেছে, অত্র এলাকার মানুষ বাংলাদেশ সেনাবাহিনীর নিঃস্বার্থ এই সহযোগীতায় অত্যন্ত আনন্দিত। বাংলাদেশ সেনাবাহিনী তথা বান্দরবান জোন কর্তৃক অত্র এলাকার জনসাধারণের কল্যাণের জন্য বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed