মিয়ানমার সেনাবাহিনীর ভেতরে ফাটল!

মিয়ানমার সেনাবাহিনীর ভেতরে ফাটল!

মিয়ানমার সেনাবাহিনীর ভেতরে ফাটল!
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মিয়ানমারের এক সময়ের দুর্ধর্ষ সেনাবাহিনীর ভেতরে ফাটল ধরেছে। সেনাদের গুপ্তচররা গোপনে গণতন্ত্রপন্থি বিদ্রোহীদের পক্ষে কাজ করার কারণে সামরিক শাসন দুর্বল হয়ে পড়েছে বলে বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে।

এতে বলা হয়, গুপ্তচরদের সরবরাহ করা তথ্য বিদ্রোহীদের সামরিক বাহিনীর বিরুদ্ধে সফল হামলা চালাতে সাহায্য করছে। বিবিসি জানায়, সামরিক বাহিনী বর্তমানে মিয়ানমারের এক-চতুর্থাংশ ভূখণ্ডের পূর্ণ নিয়ন্ত্রণ ধরে রেখেছে। অন্যদিকে জাতিগত সেনাবাহিনী এবং প্রতিরোধ গোষ্ঠীগুলো এখন দেশটির ৪২ শতাংশ ভূমি নিয়ন্ত্রণ করছে।

সেনাবাহিনীর এই গুপ্তচরদের ‘ওয়াটারমেলন’ (তরমুজ) বলা হয়। বাহ্যিকভাবে তারা সামরিক বাহিনীর প্রতি অনুগত হলেও, ভেতরে তারা বিদ্রোহীদের প্রতি অনুগত। এই বিদ্রোহের প্রতীকী রঙ লাল। এই গুপ্তচর নেটওয়ার্কের তথ্যের কারণে মিয়ানমারে যুদ্ধের হিসাব বদলে যাচ্ছে।

মিয়ানমারের কেন্দ্রীয় অঞ্চলের কিয়াও ছদ্মনামের একজন মেজর জানান, সামরিক বাহিনীর নির্মমতা তাকে বিদ্রোহীদের পক্ষে কাজ করতে বাধ্য করেছে। তিনি বলেন, আমি নির্যাতিত নাগরিকদের লাশ দেখেছি। এটা দেখে আমি চোখের পানি আটকাতে পারিনি। আমরা নাগরিকদের রক্ষা করার জন্য শপথ নিয়েছি, কিন্তু এখন আমরাই তাদের হত্যা করছি।

এদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর পশ্চিম সদর দফতর দখলে নিয়েছে আরাকান আর্মি। সমন্বিত আক্রমণের মুখে সেনাদের পালিয়ে যাওয়ার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে বিদ্রোহী গোষ্ঠীটি।

বিদ্রোহী গোষ্ঠীগুলো জানিয়েছে, চীন রাজ্যে দেড়শতাধিক সেনা ও পুলিশ আত্মসমর্পণ করেছে। সংবাদমাধ্যম ইরাবতি জানিয়েছে, গেল দুই মাসের রক্তক্ষয়ী সংঘর্ষের পর শুক্রবার রাজ্যটির অ্যান শহরের পশ্চিম সেনা সদর দফর দখলে নেয় আরাকান আর্মি।

এটি জান্তা বাহিনীর শক্তিশালী ঘাঁটিগুলোর মধ্যে অন্যতম। ঘাঁটি দখলে নেয়ার পর ব্রিগেডিয়ার জেনারেল থাং তুনসহ কয়েকজন সেনা কর্মকর্তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে বলেও জানায় বিদ্রোহী গোষ্ঠীটি।

চীন রাজ্যেও বেকায়দায় পড়েছে জান্তা সেনারা। বিদ্রোহী গোষ্ঠী চীন ব্রাদারহুডের ক্রমাগত হামলার মুখে দেড়শতাধিক সেনা ও পুলিশ সদস্য আত্মসমর্পণ করেছে বলে জানিয়েছে ইরাবতি। তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।