খাগড়াছড়িতে সামাজিক ও আচরণ পরিবর্তন যোগাযোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত - Southeast Asia Journal

খাগড়াছড়িতে সামাজিক ও আচরণ পরিবর্তন যোগাযোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের আওতায় স্থানীয় জনগণের অংশগ্রহনে সামাজিক ও আচরণ পরিবর্তন যোগাযোগের মাধ্যমে সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে খাগড়াছড়িতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি জেলা পরিষদ হল রুমে এ কর্মশালার আয়োজন করা হয়।

খাগড়াছড়ি জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মো: নুরুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান হিসেবে উপস্থিত অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান ও স্থানীয় সরকার বিভাগের পরিচালক দীপক চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উপ-সচিব (সদস্য পরিকল্পনা) ড. প্রকাশ কান্তি চৌধুরী, ইউনিসেফ চট্টগ্রাম ডিভিশনের অফিসার গিতা রানী দাশ, খাগড়াছড়ি সিভিল সার্জন ইদ্রিস মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য শতরূপা চাকমাসহ বিভিন্ন উপজেলার জনপ্রতিনিধিসহ নানা প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

প্রধান অতিথির বক্তব্যে দীপক চক্রবর্তী বলেন, সরকারি নানামূখী কর্মসূচীর বাস্তবায়নসহ জনগনের সেবার মাধ্যমে পার্বত্যাঞ্চলকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে। সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে সচেতনতা সৃষ্টি করে সামাজিক ও আচরণ পরিবর্তনের মাধ্যমে শিশু, নারীসহ গুরুত্বপূর্ণ বিষয়ে প্রান্তিক এলাকায় সরকারের কার্যক্রম এগিয়ে নিতে হবে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়নের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সে উন্নয়নকে আরো তরান্বিত করতে জনসচেতনতার বিকল্প নেই মন্তব্য করে তিনি এ কার্যক্রমে মকলের সহযোগিতা কামনা করেন।

কর্মশালায় মোট ১৫টি অগ্রাধিকার জীবন রক্ষাকারী আচরণ ও চর্চা নিয়ে আলোচনা করা হয়।