খাগড়াছড়িতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় কল্যাণ কার্যক্রমের আর্থিক অনুদান বিতরণ - Southeast Asia Journal

খাগড়াছড়িতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় কল্যাণ কার্যক্রমের আর্থিক অনুদান বিতরণ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়িতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় কল্যাণ কার্যক্রমের আওতায় বিভিন্ন খাতের আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। ২৫ সেপ্টেম্বর বুধবার সকালে জেলা শহরের নারিকেল বাগানস্থ জেলা অবসর ভবন সম্মেলন কক্ষে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি জেলা শাখা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ‍ছিলেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কল্যান সমিতির সভাপতি প্রফেসর ডঃ সুধীন কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সচেতন নাগরিক কমিটি (সনাক)’র জেলা সভাপতি অধ্যাপক বোধিসত্ব দেওয়ানসহ বিভিন্ন উপজেলা থেকে আগত সদস্য, সমিতির জেলা সদস্যবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সমিতির ৭৬ জন সদস্যদের মধ্যে বিভিন্ন হারে মোট দুই লক্ষ তের হাজার টাকা অনুদান প্রদান প্রদান করেন অতিথিরা।