কক্সবাজারে সেনাবাহিনীর আয়োজনে বিজয় দিবস হাফ ম্যারাথন অনুষ্ঠিত
![]()
নিউজ ডেস্ক
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী, কক্সবাজার এরিয়া এবং জেলা প্রশাসন, কক্সবাজার এর যৌথ উদ্যোগে আজ শনিবার (২৮ ডিসেম্বর ২০২৪) প্রথম বারের মতো ‘বিজয় দিবস হাফ ম্যারাথন-২০২৪, কক্সবাজার’ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ১০ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) এবং কক্সবাজার এরিয়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম উপস্থিত থেকে অনুষ্ঠানটির উদ্ধোধন এবং বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

‘Run for Heroes of Our Victory’ এই প্রতিপাদ্য নিয়ে মেরিন ড্রাইভে ২১ কিঃ মিঃ দীর্ঘ এই ম্যারাথন অনুষ্ঠিত হয়।
দেশ-বিদেশের ৩৫৪ জন পুরুষ ও ২২ জন মহিলা দৌড়বিদ এই ম্যারাথনে অংশগ্রহণ করেন।
পুরুষ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন মোঃ ইমরান হাসান এবং মহিলা ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন মেজর শাউলীন সিগমা।

উক্ত প্রতিযোগিতায় বিভিন্ন ব্যবসায়িক কোম্পানী ও প্রতিষ্ঠান স্পন্সর হিসাবে আর্থিক এবং কারিগরি সহযোগিতা প্রদান করে।
এসময় কক্সবাজার এরিয়ার ঊর্ধ্বতন সামরিক, বেসামরিক কর্মকর্তাগণ ও গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।