৩য় প্রাইম ব্যাংক নিউ ইয়ার কাপ গল্ফ টূর্নামেন্ট সমাপ্ত

নিউজ ডেস্ক
গত ২৫ ডিসেম্বর বুধবার থেকে শুরু হয়ে ৪দিন ব্যাপি ৩য় প্রাইম ব্যাংক নিউ ইয়ার কাপ গল্ফ টুর্নামেন্ট – ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় আর্মি গল্ফ ক্লাবের গল্ফ গার্ডেনে পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক ও নৈশ ভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
এ সময় আরও উপস্থিত ছিলেন আর্মি গল্ফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ, প্রাইম ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান তানজিল চৌধুরী, আর্মি গল্ফ ক্লাবের প্রধান নির্বাহী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমেদ আলী, গল্ফ ক্যাপ্টেন কর্নেল মুহাম্মদ শরীফুল ইসলামসহ আর্মি গল্ফ ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যগন এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অ্যামেচার গলফারদের নিয়ে আয়োজিত পাঁচটি ক্যাটাগরিতে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। বিভাগগুলো হলো রেগুলার, ভ্যাটারান, সিনিয়র, লেডিস ও জুনিয়র। টুর্নামেন্টে ৭৭৪ জন গলফার অংশগ্রহন করেছেন বলে আর্মি গল্ফ ক্লাবের পক্ষ থেকে জানানো হয়।
উক্ত টুর্নামেন্টে জনাব কমান্ডার মোঃ আসাদুজ্জামান নুর ওভার অল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়াও ভ্যাটারান উইনারঃ ব্রিগেঃ জেনাঃ ডাঃ আব্দুস শহিদ খান (অবঃ), সিনিয়র উইনারঃ ব্রিগেঃ জেনাঃ মোঃ আহসান হাবিব (অবঃ), লেডি উইনারঃ মিসেস হাফিজা ইমাদ এবং জুনিয়র উইনারঃ মাস্টার খান ফারহান আহমেদ পুরস্কার প্রাপ্ত হন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।