সীমান্ত থেকে বাংলাদেশির মরদেহ নিয়ে গেল ত্রিপুরা পুলিশ

সীমান্ত থেকে বাংলাদেশির মরদেহ নিয়ে গেল ত্রিপুরা পুলিশ

সীমান্ত থেকে বাংলাদেশির মরদেহ নিয়ে গেল ত্রিপুরা পুলিশ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশি নাগরিকের মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে ভারতের ত্রিপুরা রাজ্য পুলিশ।

গতকাল সোমবার রাতে ত্রিপুরার খোয়াই থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে বলে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মো. নুর আলম দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

নিহত জহুর আলী (৫৫) চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তবর্তী ডুলনা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি ঢাকায় নিরাপত্তা প্রহরীর কাজ করতেন বলে জানা গেছে।

তার পরিবারের বরাত দিয়ে চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন জানান, গত শনিবার জহুর আলী ঢাকা থেকে বাড়ি ফেরেন। সোমবার রাতে খোয়াই থানা পুলিশ গৌড়নগর সীমান্ত এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে বলে বাড়িতে খবর আসে।

ওসি নুর আলম আজ মঙ্গলবার দুপুরে বলেন, ‘ঘটনা জানার পর বিজিবি ও আমরা মরদেহ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখনো ঘটনাস্থলে আছি।’

যোগাযোগ করা হলে ৫৫ বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক মেজর এবিএম শাহরিয়ার সুমন বলেন, ‘বিস্তারিত খবরের জন্য লোক পাঠানো হয়েছে। কী কারণে তার মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হবে।’

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed