নানা আয়োজনে খাগড়াছড়িতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্ক
র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে খাগড়াছড়িতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ২৮ সেপ্টেম্বর শনিবার খাগড়াছড়ি টাউন হল হতে একটি র্যালী বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় এবং পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।
এসময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাউদ্দিন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শানে আলমসহ বিভিন্ন এনজিওর সদস্য এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।